বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আল মারজান ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা ১১ টায় আল মারজান ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমীর আয়োজনে একাডেমীর হলরুমে সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী-অভিভাবকবৃন্দের উপস্থিতিতে পবিত্র কুরানুল কারিম তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু করা হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল মারজান ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রভাষক মোঃ শফিকুল ইসলাম।একাডেমীর সহকারী উপাধ্যক্ষ মাওঃ জি এম নুরুজ্জামান এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এ কে এম জুবায়ের মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ ইউ এম গোলাম বারী, মাওঃ ওজায়েরুল ইসলাম, মোঃ তইবুর রহমান, মোঃ আব্দুর রহমান, মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব গাজি আশরাফুজ্জান প্রমুখ। অনুষ্ঠান শেষে একাডেমির সার্বিক মঙ্গল ও উন্নতি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ নেসার উদ্দিন পীর সাহেব, জয়নগরী।