বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় আশা ব্রাঞ্চ কর্তৃক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় আশা শ্যামনগর ব্রাঞ্চের আয়োজনে ব্রাঞ্চ কার্যালয়ে যমুনা দলের সদস্য উপজেলার চন্ডিপুর গ্রামের মফিজুর রহমানের স্ত্রী মোছাঃ ছোফিরন খাতুনের হার্টে রিং পরানো চিকিৎসা সহায়তা বাবদ নগত ৩৫,০০০/= হাজার টাকার চেক প্রদান করা হয়। উক্ত চেক প্রদান অনুষ্ঠানে শ্যামনগর আশা ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জুলফিকার আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক প্রদান করেন আশা কালিগঞ্জ অঞ্চলের আর এম মোঃ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র এবিএম সুশান্ত কুমার রায়, সিনিয়র লোন অফিসার মোঃ মনিরুজ্জামান সহ ব্রাঞ্চের সকল কর্মী ও কর্মকর্তাবৃনদ।