বিশেষ প্রতিনিধি।।
শ্যামনগর উপজেলায় আশা ব্রাঞ্চ কর্তৃক ঋন মওকুফ ও বীমাদাবী পরিশোধ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২ টায় আশা শ্যামনগর ব্রাঞ্চের নিহারিকা দলের সদস্যা উপজেলার ঈশ্বরীপুর গ্রামের ইসমাইল হোসেন স্ত্রী হাফিজা খাতুন সেট্রাকজনীত কারণে মৃত্যুবরন করায় আশা’র বীমা পলিসি অনুযায়ী তার ঋনের অবশিষ্ট ৩০৬২৭/= টাকা মওকুফ করা হয় এবং তার দাফন বাবদ ৫০০০/= টাকা ও তার নিজস্ব সঞ্চয়সহ মোট ৪২২৬৬ টাকা তার সামীকে নগদ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জুলফিকার আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা ব্রাঞ্চের খুলনা বিভাগীয় আর এম (ওআর) মোঃ সহিদুল আলম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশান্ত কুমার রায়, বিষ্ণুপদ বৈরাগী আঃ রাজজাক, অমৃত দাশ, আঃ সবুর, আল মামুন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।