বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসিতদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে গতকাল সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে শ্যামনগর এ কে ফজলুল হক এমসিএ কলেজ হলরুমে উপজেলার আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসিতদের হাঁসমুরগী পালন, গাভীপালন, ছাগল পালন ও বসত বাড়ীতে সবজী চাষ বিষয়ক দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাহিনুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।