বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় আইওএম ও সরকারের টেকনিক্যাল সহায়তায় জেলা, উপজেলা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গণঅপসারন, উদ্ধার ও আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনার উপর প্রশিক্ষকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ জুলাই সোমবার সকাল ১০ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে ইউএসএআইডি (টঝঅওউ)-এর একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রমের সহযোগিতায় এস ডি আর আর প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে (চতুর্থ তলায়) উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের অংশগ্রহণে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধানগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা ত্রাণ ও পূর্ণবাসন অফিসার মোঃ আঃ বাছেদ, উপজেলা সিপিপি টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল। প্রশিক্ষণে প্রশিক্ষার্থীরা কিভাবে সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট করবে, দুর্যোগের বিভিন্ন সংকেত সমূহ কমিউনিটিকে জানাবে, দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ও দুর্যোগ বিষয়ক সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান কর হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রকল্পের প্রকল্প কর্মকর্তা দীপঙ্কর সাহা।