বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় আসন্ন শারদীয়া দুর্গা পূজা উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর সদর ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলার শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ে আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব পালনের উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর ইউনিয়ন শাখার সভাপতি প্রধান শিক্ষক পরিমল কর্মকার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণভাবে শারদীয়া দুর্গাপূজা উৎসব উদযাপন ও নিরাপত্তার লক্ষ্যে প্রতিটি দুর্গা মন্ডপে পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন বাহিনীর কঠোর নজরদারি থাকবে ও সিসি ক্যামেরা ব্যবহার সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, সহ-সভাপতি দীনেশচন্দ্র মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিষ্ণুপদ মন্ডল, সদর পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মালয় কুমার গায়েন, সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জী, প্রধান শিক্ষক গণেশ চন্দ্র সাহা সহ সদর ইউনিয়নের ১০টি পূজা মন্ডপের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।