বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ইমাদ পরিবহন কাউন্টার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২ টায় ইমাদ পরিবহন শ্যামনগর কাউন্টারের আয়োজনে উপজেলার গোপালপুর সুন্দরবন পিকনিক কর্নারে ইমাদ পরিবহন কাউন্টার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় ডুমুরিয়া, আঠারো মাইল, কুমিরা, সাতক্ষীরা, কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নলতা, কালিগঞ্জ, মৌতলা সহ বিভিন্ন এলাকার ইমাদ পরিবহন কাউন্টার প্রতিনিধিদের উপস্থিতিতে মতবিনিময় সভায় ইমাদ পরিবহন শ্যামনগর কাউন্টার ম্যানেজার মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইমাদ পরিবহন প্রাঃ লিঃ এর জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল করিম বাসু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমাদ পরিবহনের সিইও ওহিদুল ইসলাম পলু মিয়া, খুলনা শ্রমিক ইউনিয়নের সহকারী সম্পাদক ও ইমাদ পরিবহন খুলনা বিভাগীয় ম্যানেজার মোঃ জাকির হোসেন, সাতক্ষীরা ম্যানেজার সুকুমার ঘোষ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, জি এম মারুফ বিল্লাহ, ইমদাদুল হক টুটুল, আব্দুর রশিদ, শামিম সহ ইমাদ পরিবহনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সভায় ইমাদ পরিবহনে যাত্রী সেবা আরো উন্নত করা, যাত্রীদের সাথে ভালো ব্যবহার করা, যাত্রী বাড়ানোর জন্য সকলকে পরিশ্রমী হওয়ার সহ ইমাদ পরিবহনের অগ্রযাত্রা আরো সুন্দরভাবে বাড়ানোর লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানানো হয় এবং আগামী ১০ আগস্ট নতুন সংযোজন শ্যামনগর টু আব্দুল্লাহপুর সকাল-সন্ধ্যা গাড়ী চলবে এ আশা ব্যক্ত করা হয়।