বিশেষ প্রতিনিধি।। শ্যামনগর উপজেলায় ইয়াবা ও নগদ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লা এর নেতৃত্বে এসআই এম সজীব আহম্মেদ সহ সঙ্গীয় ফোর্স উপজেলার বংশীপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিচ ইয়াবা ও নগদ ৫৫ হাজার ৫০০ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী উপজেলার বংশীপুর গ্রামের মৃত এন্তাজ গাজীর পুত্র ইসরাফিল গাজী ওরফে হারা (৬০)। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লা ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতে জানান, ইসরাফিল গাজী ওরফে হারা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারপূর্বক মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।