বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল ২৩ আগষ্ট মঙ্গলবার বিকাল ৪ টায় ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার নাসরুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসা, জামিয়া আহমদিয়া মাদ্রাসা, আল মারজান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, খাদিজাতুল কুবরা মাদ্রাসা, বয়ানুল কুরআন মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আম, জামরুল, পেয়ারা, আকাশমনি, ফুল গাছ সহ বিভিন্ন প্রকারের বৃক্ষ রোপন করা হয়। উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে ইসলামী ছাত্র আন্দোলন থানা শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক এস এম মোস্তফা আল মামুন মনির, ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা শাখার সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক সহ উক্ত সংগঠনের থানা শাখার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।