বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর থানা শাখার সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ মার্চ শুক্রবার বিকাল ৩ টা হতে উক্ত শাখার অস্থায়ী কার্যালয়ে শাখার সভাপতি এইচ এম মনিরুল ইসলামের সভাপতিত্বে থানা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মাকসুদুর রহমান জুনায়েদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা শাখার দপ্তর সম্পাদক হাফেজ মাওঃ আব্দুল কাদের, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ থানা শাখার সভাপতি এ্যাডঃ আবুজার উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ থানা শাখার সভাপতি মোহাম্মদ ফয়জুল্লাহ প্রমুখ। উক্ত থানা সম্মেলনে জেলা শাখার সহ-সভাপতি বিগত সেশনের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন এইচ এম মনিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক হামীম নাজীবুল্লাহ। সর্বশেষ দোয়া-মোনাজাত ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি করা হয়।