বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ রমজান সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার হল রুমে সর্বজনীন কল্যাণে মাহে রমজানে শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা প্রধান মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শ্যামনগর ইসলামী ব্যাংক শাখা প্রধান মোঃ হাবিবুর রহমান। প্রধান আলোচক এর বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, শ্যামনগর কেন্দ্রীয় আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওঃ ওজায়েরুল ইসলাম, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখা প্রধান মোঃ রবিউল ইসলাম সহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন গ্রাহক, এতিম ছাত্র ও সাংবাদিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর ইসলামী ব্যাংক শাখা ম্যানেজার অপারেশন মোঃ মিজানুর রহমান।