শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

শ্যামনগরে ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় শ্যামনগর ব্লাড ব্যাংক এর আয়োজনে এবং ডাঃ এম.এ জলিল ও ফ্লোরা ওয়েলফেয়ার ট্রাস্ট সহযোগিতায় উপজেলার সানবিমস কেজি স্কুল প্রাঙ্গণে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আতরজান মহিলা মহাবিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রশাসক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, সানবিমস কেজি স্কুলের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com