শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

শ্যামনগরে উপকূলীয় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উপলক্ষে একযোগে উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ৮ টি ইউনিয়নে উপকূলীয় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।গতকাল ১৪ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের বাস্তবায়নে ও বারসিকের সহযোগিতায় উপজেলার কৈখালী, রমজাননগর, মুন্সিগঞ্জ, আটুলিয়া, বুড়িগোয়ালীনি, পদ্মপুকুর, গাবুরা, কাশিমাড়ি, ইউনিয়নের শতশত মানুষ টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলীয় ক্ষয়ক্ষতি কমানোর দাবিতে ভাঙন কবলিত স্থানে দাঁড়িয়ে মানববন্ধন করে। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সিডিও ইয়ুথ টিমের উপদেষ্টা হুমায়ুন কবির, সিডিও ইয়ুথ টিমের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, গন্যমান্য ব্যক্তি বর্গ সহ এলাকার সাধারণ জনগন। মানববন্ধনে বক্তারা, উপজেলার গাবুরা ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু অচিরেই যেকোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসলে পাশ্বেমারী, হরিসখালী, ডুমুরিয়া, নেবুবুনিয়া এবং গাবুরা ইউনিয়নের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কৈখালী ইউনিয়নের কৈখালী, পূর্ব কৈখালী, কাঠামারী, নিদয়া, নৈকাটি ও বৈশখালী স্থান সংলগ্ন স্থান ঝুকিপূর্ণ হলেও এসমস্ত স্থান সংষ্কারের কোন উদ্যোগ দেখা যাচ্ছেনা। রমজাননগর ইউনিয়নের টেংরাখালী, গোলাখালীর বেঁড়িবাধ, পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী, ঝাপা, কামালকাটি, খুটিকাটা, চাউলখোলা, বন্যতলার বেড়িবাঁধ, কাশিমাড়ি ইউনিয়নের ঝাঁপালি, ঘোলা গ্রাম সংলগ্ন বেড়িবাঁধ, মুন্সিগঞ্চ ইউনিয়নের হরিনগর, বড় ভেটখাল, চুনকুড়ি, মীরগাং সংলগ্ন বেড়িবাঁধ, বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি, দাতিনাখালী, চুনা ও আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষীর ঝুঁকি পূর্ণ স্থান আশু সংস্কারের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর জোর দাবি জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com