বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় উপজেলা জলমহল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা জলমহল কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহীদুলাহ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, মৎস্যজীবি সমবায় সমিতির উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফ, ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিচ, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিএম জিএম শোকর আলী, ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম, এস আই নূর কামাল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা বৃন্দ। সভায়, সরকারি জলমহল ইজারা নিতে আবেদনকারীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।