বিশেষ প্রতিনিধি \ শ্যামনগরে উপজেলা ত্রৈমাসিক ফিশারিজ কো-ম্যানেজমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কম্পনেন্ট-৩ এর আয়োজনে মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে সাসটেইনেবল ক্ষ্টোাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ সুনীল সমুদ্র অর্থনীতির সুফল আনয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে গৃহীত সরকারি প্রকল্প উপজেলা ত্রৈমাসিক ফিশারিজ কো-ম্যানেজমেন্ট মিটিং এ প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম সহ বিভিন্ন দপ্তর প্রধানগন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার।