বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচী, ব্রাক এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শহিদুলাহ, পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ ও ইউপি চেয়ারম্যান বৃন্দ।