এস এম জাকির হোসেন ও এম. আসাদ শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলায় উপজেলা পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ রমজান বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের আয়োজনে অফিসার্স ক্লাব চত্বরে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনিক বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি এস এম জগলুল হায়দার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন, ১৭ বিজিপি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক, আরজিবি অধিনায়ক সৈয়দ আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, শ্যামনগর সরকারি মহসীন কলেজ এর অধ্যক্ষ ড. আব্দুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহিদুলাহ, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল অহেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর সহ অতিথি বৃন্দ। অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আলহাজ্ব আব্দুল খালেক।