বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ ও ইউপি চেয়ারম্যানবৃন্দের উপস্থিতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন এর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ্জ-জামান সাইদ, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ। সভায় এডিপি ও উন্নয়ন প্রকল্পের চলমান কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয় এবং সংশ্লিষ্ট প্রকৌশলীকে সঠিকভাবে কাজ হচ্ছে কিনা সেগুলো দেখে নেওয়ার জন্য বলা হয়।