বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ইউএসএআইডি (টঝঅওউ)-এর একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স কার্যক্রম উপজেলা পর্যায়ে এস ডি আর আর প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম, সিপিপির সিনিয়র সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ, ফ্রেন্ডশিপের এরিয়া কোওর্ডিনেটর মোঃ ইউনুস আলী প্রমুখ। সভায় বক্তারা, প্রকল্পের উদ্দেশ্য ঝুঁকিপূর্ণ এলাকার দুর্যোগ ঝুঁকি হ্রাসে একসাথে কাজ করার শপথ গ্রহণ করা হয় সহ প্রকল্পের সমস্ত কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের অপারেশন ম্যানেজার প্রনতি বেরোনিকা কস্তা। কর্মশালার উদ্দেশ্যে সূচনা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এসডি আর আর প্রকল্প কর্মকর্তা দীপঙ্কর সাহা।