বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ ফেব্র“য়ারি বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল প্রমুখ। উক্ত সভায় উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করা হয় এবং মাদকদ্রব্য, ইভটিজিং, ছিনতায়, বিভিন্ন অপকর্ম প্রতিরোধ করতে পুলিশ প্রশাসন, বিভিন্ন বাহিনী সহ সকলকে আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।