বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় উপজেলা শিক্ষা কমিটির (প্রাথমিক) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় উপজেলা শিক্ষা কমিটির আয়োজনে উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও শিক্ষা কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে শিক্ষা কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সদস্য-সচিব শিক্ষা অফিসার রমিজ মিয়া, সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন, জহুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির, সাবেক ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, প্রধান শিক্ষক পরিমল কর্মকার, জাহাঙ্গীর হায়দার প্রমূখ। সভায় উপজেলার ১৮৪ টি বিদ্যালয়ে সরকারি সংস্কারের যে বরাদ্দ আছে সেগুলো সঠিক ভাবে সংস্কার করা, কোন প্রকার অনিয়ম দুর্নীতি হলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। অত্র সভায় উপজেলার ১৪ টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন দেওয়া হয়।