এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে\ শ্যামনগর উপজেলা সদর মাজাটে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ জুন রবিবার বিকাল ৪ টায় ঘোড়া দৌড় প্রেমী এলাকাবাসীর আয়োজনে মাজাট বাজুয়ার বিলে ঘোড়া দৌড় দেখার জন্য বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে ঘোড়া দৌড় প্রতিযোগীতায় সাতক্ষীরা, খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ১৫টি ঘোড়া অংশগ্রহণে সুন্দর মনোরম পরিবেশে এক আকর্ষনীয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি গাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সাতক্ষীরা ৪ আসনের সাংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ জিএম ওসমান গনি, থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল, উপজেলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জি এম সালাউদ্দিন প্রমুখ। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে অভয়নগর তৌফিক মোল্লার ঘোড়া, দ্বিতীয় লোহাগড়া শিমুল শেখের ঘোড়া, তৃতীয় পাটকেলঘাটা শেখ আব্দুল ওহাবের ঘোড়া, চতুর্থ অভয়নগর আকরাম মল্লিকের ঘোড়া। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আল মামুন লিটন।