বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় প্রকাশ্যে কাঠ পোড়ানোর অভিযোগে সোনার মোড় ও খানপুর এলাকার এইচ ডি ব্রিক্সকে ১ লক্ষ ও এম বি ব্রিক্সকে ৫০,০০০/= টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার এইচ ডি ব্রিক্স ও এম বি ব্রিক্স ইট ভাটাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম সহ প্রসিকিউশন অফিসারের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত মোবাইল কোর্টে সংশ্লিষ্ট ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬ ধারা লঙ্ঘনে (জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার) ১৬ ধারা মতে এইচ ডি ব্রিক্সকে ১ লক্ষ ও এম বি ব্রিক্সকে ৫০,০০০/= টাকা জরিমানা করেন। উল্লেখ্য উপজেলার একাধিক ইটভাটাতে প্রকাশ্যে কাঠ পোড়ানো, প্লাস্টিক ও টায়ার পোড়ানোর অভিযোগে সংবাদ পরিবেশন হলে, বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত সরেজমিনে ইটভাটাতে যেয়ে প্রকাশ্যে কাঠ পোড়ানোর দৃশ্য দেখতে পান, এ অবস্থা দেখেই তিনি মোবাইল কোর্টের মাধ্যমে উপরোক্ত ইটভাটা দুটিকে জরিমানা করেন। এ সময় তিনি ইট ভাটাতে কাঠ পড়ানো বন্ধ রেখে সরকারি নির্দেশনা মোতাবেক ইটভাটা পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন এবং জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান।