বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি ইউনিয়নের খুটিকাটা গ্রামের কেনারাম মন্ডলের স্ত্রী রেনুকা রানী মন্ডল (৬২)। পারিবারিক সূত্রে জানাযায়, তিনি দীর্ঘদিন যাবত শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। অসুস্থ্যতার যন্ত্রনা সহ্য করতে না পেরে অভিমান করে পরিবারের সকলের অগোচরে গতকাল ২৫ মে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিজ ঘরের আড়ায় রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল দৈনিক দৃষ্টিপাতকে জানান, পরিবারের কাছে খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য আগামীকাল শুক্রবার অর্থাৎ আজ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হবে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।