শ্যামনগর ব্যুরো/বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা সদরে অবস্থিত এম.আর.এ ক্লিনিকের কর্তৃব্যরত চিকিৎসকদের ভূল অপারেশনে রাফিজা আক্তার (৮) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সে কালীগঞ্জ উপজেলার মৌতলা রানিতলা গ্রামের মোঃ হাফিজুর রহমানের কন্যা। ঘটনা ও পারিবারিক সূত্রে জানাযায়, গত ২৯ মে ২০২২ তারিখে রাফিজা আক্তার ও তার পরিবার শ্যামনগর এম.আর.এ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আনিছুর রহমান এর কাছে চিকিৎসা নিতে আসে। আনিসুর রহমান রাফিজাকে একটি টেস্ট করতে দেয়। ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করার পর ডাঃ আনিছুর তার নিজস্ব ক্লিনিকে অপারেশন করার কথা বলে। এরপর সোমবার ৬ জুন বিকাল ৪ টায় অপারেশন করা হলে, যত সময় গড়ায়, রাফিজার শারিরীক অবস্থার তত অবনতি ঘটে। মাঝরাতে রাফিজার শরীর একেবারে ভেঙ্গে পড়লে তার স্বজনরা হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বললে তারা বলে, রোগী এখনও বেঁচে আছে। আপনারা দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর গতকাল মঙ্গলবার ৭ জুন সকালে রাফিজাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা বলেন এবং এই মর্মে লিখিত পত্র দেন যে, রাফিজা আক্তার ৬ জুন রাতেই মারা গিয়েছে এবং তার যে অপারেশন করা হয়েছিল সেটি ভূল অপারেশন হয়েছে। দুপুরের পর রাফিজার পরিবার আইনী সহায়তার জন্য লাশটি শ্যামনগর থানায় নিয়ে যান। এ বিষয়ে শ্যামনগর থানা পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানওয়ার হোসেন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, ভুল চিকিৎসায় একটি মেয়ে মারা গেছে। তার পরিবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় এসেছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে এম আর এ ক্লিনিকের পরিচালক ডাঃ মোঃ আনিছুর রহমানের কাছে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করে ফোন কেটে দেন। এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এম আর এ ক্লিনিক ও ডাঃ আনিছুর এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।