বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ভুরুলিয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয় এর মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডির উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ ও রিফ্রেশার্স প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সিপিপির সিনিয়র সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন। এসডি আর আর প্রকল্পের প্রকল্প কর্মকর্তা দীপঙ্কর সাহা সকল সদস্যদের উদ্দেশ্যে দুর্যোগের পূর্বে, দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী কালীন সময়ে করনীয় সম্পর্কে ধারণা প্রদান করেন। এসওডি অনুযায়ী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দ্বায়িত্ব কর্তব্য নিয়ে বিস্তর আলোচনা করা হয়। প্রশিক্ষণে দুর্যোগের স্থায়ী আদেশাবলী এসওডি এর আলোকে দুর্যোগের আইন ও বিভিন্ন কমিটির গঠন, নিয়মাবলী ও দুর্যোগ চক্রের বিভিন্ন পর্যায় সম্পর্কে ধারনা প্রদান করা হয় প্রশিক্ষণার্থীদের মধ্যে। প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ।