বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা সদর মাহমুদপুরে এ.কে.ফজলুল হক এমসিএ কলেজ পরিদর্শন করা হয়েছে। গত ১৩/১১/২০২২ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় শ্যামনগর এ.কে.ফজলুল হক এমসিএ কলেজটি স্থাপন ও পাঠদানের অনুমতি প্রদান করায় গতকাল বেলা ১১ টায় অত্র কলেজটি পরিদর্শন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন। পরিদর্শনকালে কলেজটির প্রতিষ্ঠাতা ও সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন উপজেলা নির্বাহী অফিসারকে কলেজের গেট নির্মাণ, শিক্ষার্থীদের কলেজের প্রবেশ পথে যমুনা খালের ওপর ব্রিজ নির্মাণ, কলেজ ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখান এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার কলেজের লেখাপড়ার পরিবেশ, একাডেমিক ভবন সহ বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং কলেজটিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে আগাম অভিনন্দন জানান। উল্লেখ্য মুজিব জন্মশতবর্ষকে স্মরণীয় রাখতে গত ২৯/০১/২০২০ তারিখে আয়োজিত এক সুধী সমাবেশে অত্র এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষা অনুরাগী, বিদ্যুৎসাহী ব্যক্তি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সরকারি কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের সুবিধার্থে উপজেলা সদরে একটি কলেজ স্থাপন করার জন্য উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন এর নিকট দাবী জানান। তারই পরিপ্রেক্ষিতে অত্র এলাকার গরিব-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে গত ০২/০২/২০২০ তারিখে তারই পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.ফজলুল হক এর নামে “এ.কে.ফজলুল হক এমসিএ কলেজ” নির্মাণ কার্যক্রম শুরু করেন এবং গত ১৩/১১/২০২২ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কলেজটি স্থাপন ও পাঠদানের অনুমতি প্রদান করে। কলেজটিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখার শিক্ষার্থী ভর্তি করা হবে।