বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার এ.কে.ফজলুল হক এমসিএ কলেজ এর সামনে যমুনা খালের উপর ব্রিজের ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২২ জানুয়ারি রবিবার সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, মুজিব বর্ষকে স্মরণীয় রাখতে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য যমুনা খালের ওপরে এই ব্রিজটি নির্মাণ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, কলেজের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম আফজালুল হক, মোঃ আজিয়ার রহমান সহ কলেজের কর্মকর্তা কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।