বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় এ.কে.ফজলুল হক এমসিএ কলেজ এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিকৃত একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১লা ফেব্র“য়ারী অত্র কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেত্রীবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ ও নবগত শিক্ষার্থীদের অত্র কলেজের লোগো সম্মিলিত সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে অত্র কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.ফজলুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের গভার্ণিং বডি ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব এস এম আফজালুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক বিপ্লব কুমার বৈদ্য। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোঃ রুহুল আমিন।