বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার রমজাননগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪ টায় রমজাননগর ইউনিয়ন পরিষদের আয়োজনে সোনাখালী-পাতড়াখোলা মাঠে খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকার নামিদামি ঘোড়া ও ঘোড়সোয়ারীদের সমন্বয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে অভায়নগরের আলহাজ্ব ওসমানের ঘোড়া, ২য় নড়াইলের পায়েলের ঘোড়া, ৩য় গোপালগঞ্জের অনাথ মন্ডেেলর ঘোড়া, ৪র্থ কলারোয়ার আব্দুল মজিদের ঘোড়া, ৫ম অভায়নগরের মন্ডলের ঘোড়া। উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতায় রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঘোড়দৌড় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস, ইউপি সদস্যবৃন্দ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।