বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ওয়ান শুটার গানসহ বিএনপির নেতা মাছুম বিল্লাহ শাহিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি সাতক্ষীরা পৌর বিএনপি’র একাংশের আহবায়ক ও সাতক্ষীরার পৌরসভার সাবেক কাউন্সিলর। থানা পুলিশ সূত্রে জানাযায়, গতকাল ২ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বেশ কয়েকজন ব্যক্তি অস্ত্রসহ উপজেলার গোপালপুরে হাফিজুরের মাছের ঘেরের রাস্তা সংলগ্ন মোড় এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালালে সেখান থেকে মাছুম বিল্লাহ শাহিন কাছ থেকে বুলেট ভর্তি একটি ওয়ান শুটারগান ও দুইটি তাজা বুলেটও সহ তাকে আটক করে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল দৈনিক দৃষ্টিপাতকে জানান, আটককৃত মাছুম বিল্লাহকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।