বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ওয়াশ কার্যক্রম বাস্তবায়নে অংশীদারদের যোগাযোগ বৃদ্ধি ও রিভার্স অসমোসিস্ প্লান্ট হস্তান্তর বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নবযাত্রা প্রকল্প ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা সহনশীল কার্যক্রমের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাঃসম্পাদক এসএম আতাউল হক দোলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, নবযাত্রা প্রকল্পের সিনিয়র ম্যানেজার আশীষ হালদার, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এডঃ জিএম শুকর আলী, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ ও বিভিন্ন এনজিওর প্রধানগণ। সভায় উপজেলার ভুরুলিয়া ১৮ লক্ষ টাকার ও বুড়িগোয়ালিনী ২৬ লক্ষ টাকার ২টি রিভার্স অসমোসিস্ প্লান্ট হস্তান্তর করা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।