বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবকদের ইলেকট্রিক এন্ড হাউজওয়েরিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গতকাল ২১ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ২০জন বেকার যুবকদের ইলেকট্রিক এন্ড হাউজওয়েরিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, অত্র প্রকল্পের ইউ ডি এফ আসমাউল হুসনা প্রমুখ। কোর্স সমন্বয়কারী হিসাবে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক।