বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়েছে। গতকাল ১২ এপ্রিল বুধবার বেলা ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপহার উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) অর্থায়নে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার গরীব অসহায় মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৯ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং শ্যামনগর মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী স্কুল, আটুলিয়ার ও একজন অসহায় ব্যক্তিকে মোটর ভ্যান বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজে নেতৃবৃন্দ ও সুফলভোগী ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে ও সঞ্চালনয় প্রধান অতিথি হিসেবে উক্ত বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ইউডি এফ আসমাউল হুসনা প্রমুখ।