বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টায় বাংলাদেশ স্কাউট উপজেলার আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৪২৬ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান শিক্ষক ড. মুহাঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে ২৬ থেকে ৩০ জুন পর্যন্ত পাঁচ দিন ব্যাপী এ বেসিক কোর্সের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট উপজেলার কমিশনার প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যাজী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ৪২৬তম কাব স্কাউট ইউনিট বেসিক কোর্সের কোর্স লিডার মোঃ লতিফ উদ্দিন আহম্মদ। বাংলাদেশ স্কাউট উপজেলার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম এরা সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শিক্ষক নজরুল ইসলাম, অধ্যক্ষ আজিয়ার রহমান, অধ্যক্ষ মাওঃ ওজায়েরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম সহ বাংলাদেশ স্কাউট উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।