বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী দাতিনাখালীতে কারিতাস বাংলাদেশের শেল্টার ইনোভেশন প্রকল্পের আওতায় নতুন উদ্ভাবিত জুটিনসিট এর তিনটি পরীক্ষামূলক ঘর উদ্বোধন ও উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় কারিতাস খুলনা অঞ্চলের অধীনে পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবন—যাপন সহজতর করতে, মাথা গোজার ঠাঁইকে পরিবেশ বান্ধব, দূর্যোগ সহনশীল, বাসযোগ্য, স্বাস্থ্যসম্মত এবং টেকসই গৃহনির্মান সামগ্রী উদ্ভাবনের লক্ষ্যে গবেষনার জন্য নতুন উদ্ভাবিত জুটিনসিট ব্যবহার করে তিনটি পরীক্ষামূলক বাসগৃহ প্রস্তুতপূর্বক তার উদ্বোধন ও উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। উক্ত ঘর উদ্বোধন ও উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করেন এবং বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এসময় তিনি বলেন, এই উদ্ভাবনটি সফল হলে আগামী দিনে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত, টেকসই ও দূর্যোগ সহনশীল বাসগৃহ তৈরিতে ব্যাপক সহায়ক হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসাইন খাঁন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, কারিতাস কেন্দ্রীয় অফিস ঢাকার কো—অর্ডিনেটর (ডিআরআর) মিসেস আইরিন মুর্মূ, কর্মসূচী কর্মকর্তা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ড. সুমন কুমার মালাকার, সিআরএস প্রতিনিধি মামুনুর রহমান, আইসিডিডিআরবি প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান, এ্যসোসিয়েট সাইন্টিস্ট, আইসিডিডিআরবির প্রজেক্ট কো—অর্ডিনেটর ডা. ফারজানা জাহান প্রমুখ।