বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার সরকারি মহসীন কলেজের সামনে হতে (ভায়া) আতরজান মহাবিদ্যালয় হয়ে নূরনগর সড়ক পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক কার্পেটিং করার জন্য পরিদর্শন করা হয়েছে। যমুনা নদীর পাশ দিয়ে এই সড়কটি দীর্ঘদিন অবহেলিত ছিল। এই সড়কটি ঘিরে একটি কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকা হওয়ায় মানুষের চলাচলের বিঘœ ঘটছিল। এই এলাকাটি উপজেলার প্রাণকেন্দ্রে হয়েও যাতায়াতের একমাত্র রাস্তাটি খুবই নাজুক হয়ে পড়েছিল। তাই এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে গতকাল বেলা১১ টায় উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম সহ স্থানীয় বাসিন্দাদের নিয়ে রাস্তাটি পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় তিনি চলাচলের ভগ্নপ্রায় ইটের রাস্তাটি দেখে খুবই ব্যথিত হন। তিনি এলাকাবাসী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে উক্ত রাস্তাটি কার্পেটিং রাস্তা করার জন্য পরিদর্শন করতে আসেন এবং স্থানীয়দের আশ্বস্ত করেন অতিদ্রুত এ রাস্তাটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কার্পেটিং করা হবে। এলাকাবাসীর দুর্ভোগে যেন না পড়তে হয় সে ব্যবস্থা করা হবে। এসময় এলাকাবাসী উপজেলা চেয়ারম্যানের এই সময় উপযোগী মহৎ কাজ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও ভূয়শী প্রশংসা করেন।