বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং ইউনিসেফ এর সহযোগীতায় উপজেলার ২০টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্য বৃন্দের প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাঃ সম্পাদক এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, থানা পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম প্রমূখ। প্রশিক্ষণে উপজেলার ২০টি কিশোর-কিশোরী ক্লাবের ২০ জন সদস্য নিয়ে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে ক্লাবের সকল সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষক হিসেবে ছিলেন বেরিন জাহান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারিদ বিন শফিক।