শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

শ্যামনগরে কিশোর গ্যাং কর্তৃক কলেজ শিক্ষার্থীর উপর হামলা, থানায় মামলা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় স্কুল কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শোডাউনের প্রতিবাদ করায় মাশরুর ইমাম (১৯) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে যখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ৫ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টার দিকে উপজেলা সদর হায়বাদপুর এলাকার নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। আহত মাশরুর ইমাম উপজেলার মুন্সীগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোশারফ হোসেন এর পুত্র ও শ্যামনগর সরকারি মহসীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। এঘটনায় মাশরুর ইমাম এর দাদা আব্দুল মাজিদ বাদী হয়ে হামলার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের জ্যাক সম্রাট, কলে­াল, সুমন, সাদিক, মেহেদি, নাজমুল, সোহাগ, সোহেল, আলআমিন ও সোহান সহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, কলেজ ছাত্রের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার নং ৯, তারিখ ০৫/০৯/২০২২। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com