বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় স্কুল কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শোডাউনের প্রতিবাদ করায় মাশরুর ইমাম (১৯) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে যখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ৫ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টার দিকে উপজেলা সদর হায়বাদপুর এলাকার নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। আহত মাশরুর ইমাম উপজেলার মুন্সীগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোশারফ হোসেন এর পুত্র ও শ্যামনগর সরকারি মহসীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। এঘটনায় মাশরুর ইমাম এর দাদা আব্দুল মাজিদ বাদী হয়ে হামলার সাথে জড়িত কিশোর গ্যাংয়ের জ্যাক সম্রাট, কলোল, সুমন, সাদিক, মেহেদি, নাজমুল, সোহাগ, সোহেল, আলআমিন ও সোহান সহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, কলেজ ছাত্রের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার নং ৯, তারিখ ০৫/০৯/২০২২। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।