শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

শ্যামনগরে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার, বীজ ও সার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলায় কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার, ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্যামনগরের বাস্তবায়নের উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলার সদর দেবালয় গ্রামের কৃষক মোঃ খলিলুর রহমানকে ভর্তুকির আওতায় একটি কম্বাইন হারভেস্টার ও ২০২১-২২ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষিপ্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ড্যাব সার ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ খাইরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি এস এম মনজুর এলাহী, সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com