বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ ট্যাক্টর বিতরণ করা হয়েছে। গতকাল ২২জানুয়ারি রবিবার বেলা ১২টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার কৃষি উপকরণ ২টি ট্যাক্টর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যন্ত্রিকীরণ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে সরকারী উন্নয়ন সহয়াতায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলার কৃষক নূরনগর হরিপুর গ্রামের আব্দুল হামিদ গাজীর পুত্র রাহিদ গাজী ও ধুমঘাট গ্রামের নরেন্দ্রনাথ মন্ডলের পুত্র স্বরজিত নাথ মন্ডলকে কৃষি উপকরণ ট্যাক্টর বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী কে এম শহিদুল ইসলাম প্রমুখ।