বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমের আওতায় উপকূলীয় এলাকার অভিযোজিত কৃষি সম্প্রসারণের লক্ষ্য লবণ ও খরা সহনশীল ধানবীজ, সবজি বীজ ও জৈবসার বিতরণ করা হয়েছে। গতকাল ৭ জুলাই রবিবার বেলা ১২ টায় লিডার্স এর আয়োজনে উপজেলার মুন্সিগঞ্জ লিডার্স এর প্রধান কার্যালয়ে ১২১১ জন কৃষকের মাঝে কৃষক প্রতি ১০ কেজি ধানবীজ, ১০ কেজি জৈব সার ও ৮০০ জন কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগী কৃষক পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে লিডার্স কার্যকরী পরিষদের সদস্য রনজিৎ বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীজ ও জৈব সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের অর্থনীতিতে কৃষকদের অবদান সবচেয়ে বেশি। কৃষকরাই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। বর্তমান সরকার কৃষক ও কৃষিতে উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিচালনায় দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। তিনি প্রধানমন্ত্রী’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা পারভেজ জামাল, বুড়িগোয়ালিনী ইউপি প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জোয়ারদার, লিডার্সের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শওকত হোসেন, টিম লিডার অসিত মন্ডল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন লিডার্সের নলেজ এ্যান্ড রিসার্চ ম্যানেজার ফারজানা ইসলাম নাফিলা।