বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বনবিবিতলা গ্রামে কৃষকদের মাঝে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় সিসিডিবি—পিসিআরসিবি প্রকল্প ফেইজ—২, শ্যামনগর এর বাস্তবায়নে, সিসিডিবি প্রকল্প অফিসের কনফারেন্স রুমে উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামনগর এর সহযোগীতায় জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের লক্ষ্যে বনবিবিতলা গ্রামে ২০ জন কৃষক পরিবারের মাঝে ১দিন ব্যাপি বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনবিবি তলা সিসিআরসির কোষাধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান, সিসিডিবি সংস্থার উপজেলা সমন্বয়কারী মিস্টার সুজন বিশ্বাস, হিসাবরক্ষণ কর্মকর্তা মিস ন্যান্সি বিশ্বাস, মাঠ সংগঠক জগদীশ সরদার, থার্ম্যান মিস দিল আফরোজ, অখিল মন্ডল প্রমুখ। প্রশিক্ষণ শেষে বীজ সংরক্ষণের পাত্র হিসেবে ১২০ কেজি ধান বীজ সংরক্ষণের জন্য প্লাস্টিক ড্রাম ১ টি, সবজির বীজ সংরক্ষণের জন্য প্লাস্টিকের কৌটা ৬ টি ২০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা বীজ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কৃষকদের মাঝে তুলে ধরেন। এবং বীজ কিভাবে সংরক্ষণ করতে হবে এ বিষয়ে তাদেরকে ধারণা প্রদান করেন।