মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী গ্রাম্য মেলার উদ্বোধন করা হয়। রবিবার বেলা১০টার দিকে কারিতাস খুলনা অঞ্চল,শ্যামনগরের আয়োজনে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী গ্রাম্য মেলার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন। কারিতাস শ্যামনগরের কর্মসূচি কর্মকর্তা ড.শান্তনু রায়ের সভাপতিত্বে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক গ্রাম্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, ভেটখালী এ করিম হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, পাতড়াখোলা আরশাদ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক, রমজাননগর ইউপির প্রশাসনিক কর্মকর্তা আবু হেনা ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিতাস শ্যামনগরের কর্মকর্তা মি.এন্ডি্রকো মন্ডল, মি.সুজন সেন প্রমুখ।