বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় যুব ক্লাব সদস্যদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ভিএসও বাংলাদেশের সহযোগিতায় সেফ ফুড প্রমোশন প্রকল্পের আওতায় ও নকশীকাঁথার উদ্যোগে নকশীকাঁথার নিজস্ব কার্যালয়ে উপজেলার ১১টি যুব ক্লাব সদস্যদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকরণ সামগ্রী বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্ত এসএম আহসান হাবীব, প্রকল্প সমন্বয়কারী আব্দুস সালাম, মোঃ আলিমুজ্জামান লিঠু সহ বিভিন্ন যুব ক্লাব থেকে আগত সদস্যবৃন্দ। অনুষ্ঠানে কৃষি সামগ্রী হিসাবে ১১টি ক্লাবে সেচ পাম্প, নার্সারী ট্রে, কাপ, স্প্রে মেশিন বিতরণ করা হয়।