মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

শ্যামনগরে কৃষ্ণ মন্দির থেকে মূর্তি ও সরঞ্জাম চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর পৌরসভার নকিপুর এলাকার নকিপুর ব্রাহ্মণ পাড়া কৃষ্ণ মন্দির থেকে রাধা কৃষ্ণের মূর্তি এবং মন্দিরের বিভিন্ন সরঞ্জামাদি চুরির অভিযোগ উঠেছে। গত রবিবার দিবাগত রাতে মন্দিরের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মন্দিরের সেবায়েত সোমবার সকালে পূজা দিতে আসেন। মন্দিরের মূল ফটকে প্রবেশ করতেই তারা দেখতে পান কলাপসিবল গেট ও মন্দিরের স্টিলের গেটের তালা ভাঙা। মন্দিরের মূর্তিসহ দামি অনেক জিনিস নেই। পরে বিষয়টি মন্দির কমিটি ও পুলিশকে জানানো হয়। মন্দিরের পুরোহিত মালতি রানী জানান, সোমবার সকালে তিনি নিয়মিত মন্দির পরিষ্কারের জন্য মন্দিরে এলে চুরির বিষয়টি তিনি জানতে পারেন। তালা ভাঙা ছিল এবং রাধা কৃষ্ণের মূর্তি, গোপালের পিতলের মূর্তি ও আসবাবপত্র অনুপস্থিত ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গে মন্দির কমিটিকে জানানো হয়। মন্দির কমিটির সভাপতি গৌর মালো জানান, সকাল আটটার দিকে কয়েকজন জানান মন্দিরে চুরি হয়েছে। মন্দিরে এসে দেখি রাধা কৃষ্ণের পিতলের মূর্তি, গোপালের পিতলের মূর্তি, সোলার প্যানেল, ব্যাটারি, ১০ জোড়া করতাল কয়েকটি বড় বড় ডেক সহ পুজার কাজে ব্যবহারিত পিতল কাসার বাসনসহ বিভিন্ন সরঞ্জাম উধাও হয়ে গেছে। তিনি আরও বলেন, মন্দিরে কেউ থাকে না, সে সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। এদিকে মন্দিরে চুরির খবর পেয়ে সোমবার বেলা সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবীর মোল্যা। এ বিষয়ে তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান, চোরেরা দুটি তালা ভেঙে মন্দিরের জিনিসপত্র চুরি করতে সক্ষম হয়েছে। মন্দির কমিটি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে এবং চুরি যাওয়া মূর্তি ও আসবাবপত্র উদ্ধার করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। পরবর্তীতে পরিদর্শনে যান বাংলাদেশ হিন্দু পরিষদের নেতৃবৃন্দ। পরিদর্শনকৃত নেতৃবৃন্দরা জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে, আমরা তাদের অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com