বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বিষাক্ত কেমিক্যালযুক্ত আম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিনষ্ট করা হয়েছে। ঘটনা সূত্রে জানাযায়, গত মঙ্গলবার ১৮ এপ্রিল রাত ১০ টার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এস আই অমিত কুমার এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম শ্যামনগর ফিলিং স্টেশনের টিনসেটের ভীতর থেকে ৭০ ক্যারেট আম জব্দ করেন এবং শ্যামনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জমা রাখেন। পরবর্তীতে গতকাল ১৯ এপ্রিল বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন এর উপস্থিতি ও নির্দেশে জব্দ কৃত ৭০ ক্যারেট বিষাক্ত কেমিক্যাল যুক্ত আম ট্রাক দিয়ে মাড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম বাদল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলি, এস আই অমিত কুমার প্রমুখ। এবিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা বলেন, আমে বিষাক্ত মেডিসিন দেওয়ার কারণে একটা কালার চলে এসেছে, অথচ আমের ভীতরে বীজের কোন চিহ্ন নাই। আমের ভিতর কেসি এখনো নরম। কেমিক্যাল দেওয়ার কারণে আমের ওপরের অংশে পরিপক্ব মনে হচ্ছে কিন্তু আসলে পরিপক্ব না। এই আম খেলে গাল চুলকাবে এবং এলার্জির পরিমাণ বেড়ে যাবে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।