বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কৈখালীতে কোস্টগার্ডের অভিযানে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গতকাল ২৪ জুলাই সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক উপজেলার কৈখালী ইউনিয়নের কয়াল পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য কর্তৃক তাদের থামার সংকেত দেয়া হয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা উক্ত স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১টি বাজারের ব্যাগে পলি দিয়ে মোড়ানো ৬ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক জব্দকৃত গাঁজা থানায় হস্তান্তর করেছে।