বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশান কৈখালী কর্তৃক উপজেলার বংশীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৯০ পিস ইয়াবা ও ৯৭০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ব্যক্তিরা খুলনা জেলার সোনাডাঙ্গা থানার হাফিজনগর গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র মোঃ জামাল মাতব্বর (২৫) ও শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের মোঃ ইস্রাফিল গাজীর পুত্র মোঃ ফারুক হোসেন (২৮)। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা, গাঁজা ও আটককৃত ব্যক্তিদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, কোস্ট গার্ড কর্তৃক মাদকদ্রব্য সহ দুই ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে। পরবর্তীতে মাদক মামলা দিয়ে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।