বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ইভটিজিং, মাদকমুক্ত সমাজ গড়তে এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করতে যুবসমাজকে এগিয়ে নিতে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ৬ ফেব্র“য়ারী সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা চেয়ারম্যান এর কার্যালয়ে উপজেলার বুড়িগোয়ালিনী যুব বেসিক ফুটবল একাডেমির মাঝে একাডেমির পরিচালক মোঃ মাসুম বিলাহ সহ সদস্যদের নিকট ক্রিড়া সামগ্রী প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। এ সময় তিনি বলেন, ইভটিজিং, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। সমাজের বিত্তবান মানুষকে এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। খেলাধুলার জগতকে শক্তিশালী করতে আমি কাজ করে যাব। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য জি এম গোলাম মোস্তফা (বাংলা), বুড়িগোয়ালিনী ইউপি সদস্য রবিউল ইসলাম সহ ফুটবল একাডেমির সদস্যরা।